ওয়েব ডেস্ক: দিন যত যাচ্ছে, বছর যত এগোচ্ছে টাকার নিরিখে ডলারের দাম তত বাড়ছে। টাকার নিরিখে ডলারের দাম বাড়ছে, মানে টাকা-ডলার বিনিময়ের বাজারে চাহিদার তুলনায় ডলারের জোগান কমছে। টাকার সঙ্গে ডলার বিনিময়ের একটা বড় সূত্র আমদানি ও রফতানি। যিনি আমদানি করছেন, তিনি টাকা দিয়ে ডলার কিনতে চাইছেন; যিনি রফতানি করছেন, তিনি ডলার উপার্জন করে টাকার বিনিময়ে সেই ডলার বিক্রি করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে দেখে নেওয়া যাক কোনও বছরে ডলারের দাম কত ছিল


১৯৪৮ সালে-
১ ডলারের দাম ১.৩০টাকা


১৯৬৬ সালে
১ ডলার= ৪.৭৬ চাকা


১৯৭৫ সালে
১ ডলার=৮.৩৯টাকা


১৯৮৫ সালে
১ ডলার=১২.৩৮টাকা


১৯৯৫ সালে
১ ডলার=৩২.৪৮টাকা


২০০০ সালে
১ ডলার= ৪৩.৫০টাকা


২০০৬ সালে


১ ডলার=৪৫.১৯টাকা


২০০৭ সালে
১ ডলার= ৩৯.৪২টাকা


২০০৮ সালে
১ ডলার= ৪৮.৮৮ টাকা


২০১১ সালে
১ ডলার= ৫৫.৪০টাকা


২০১৩ সালে
১ ডলার= ৬২.৯২টাকা


২০১৬ সালে
১ ডলার=৬৮.০১টাকা