ওয়েব ডেস্ক: কেরালার বিখ্যাত গুরুভাইয়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে একদিনে বিয়ে হল ২৬৪টি। ত্রিসুর জেলার এই কৃষ্ণ মন্দিরে গত রবিবার রেকর্ড সংখ্যাক বিয়ে হয়। ৫২৮ জনের বিয়ে হল সেদিন।


আরও পড়ুন- ভারতের এমন কয়েকটি মন্দির যেখানে ঢুকতে দেওয়া হয় না মহিলাদের


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুরুবায়ুর মন্দির ভুলোকা বৈকুন্ঠ নামেও পরিচিত। ধরিত্রী মায়ের ওপর বিষ্ণুর মাটির ঘরে স্থাপিত মন্দিরকে দক্ষিণ ভারতের দ্বারকাও বলা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই মন্দিরে স্বয়ং ব্রহ্মা শ্রীকৃষ্ণের পুজো করেন। তাই এখানে বিয়ে করা পবিত্র মনে করা হয়। তবে চাইলেই বিয়ে করা যায় না এখানে। অনলাইনে রীতিমত রিজার্ভেশন করার পর ভাগ্যে থাকলে তবে বিয়ে হয়।



আরও পড়ুন- তাজমহল আদতে শিব মন্দির, চাই হিন্দুদের উপাসনার অধিকার, এবার আদালতে দাবি আরএসএসপন্থী আইনজীবীদের


এই মন্দিরের সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকা। সঙ্গে ৬৫টি হাতি, সোনা-রূপো সহ নানা সম্পত্তি। প্রতিদিন ৩ কোটি টাকার দান সংগ্রহ হয় এই মন্দির থেকে।