নিজস্ব প্রতিবেদন: ভারতের মোট সম্পদের ৭৩ শতাংশ কুক্ষিগত করে রেখেছেন ১ শতাংশ অতি ধনী ব্যক্তি। দাভোসে বিশ্ব আর্থিক সম্মেলনে আলোচনা শুরুর আগেই সামনে এল বৈষম্যের মর্মান্তিক ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১০ দেশের ৭০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়েছে আন্তর্জাতিক অধিকার সংগঠন অক্সফাম আওয়ার্স। তাতে দেখা যাচ্ছে, নোট বাতিলের বছর, অর্থাত্‍ গত অর্থবর্ষে ভারতের মোট আয়ের ৭৩ শতাংশ কুক্ষিগত করে রেখেছেন মুষ্টিমেয় অতিধনী কিছু ব্যক্তি। যাঁরা সংখ্যায় মোট জন সংখ্যার ১ শতাংশ।


শুধু তাই নয়, গত আর্থিক বছরেই ধনীর সংখ্যায় সেঞ্চুরি করেছে ভারত। সতেরোজন নতুন বিলিওনেয়ার হয়েছেন। ভারতের বিলিওনেয়ারদের সম্পদ পৌঁছেছে প্রায় ২১ লক্ষ কোটি ডলারে। যা দেশের বাজেটের সমতূল। গত আর্থিক বছরে এই সম্পত্তি প্রায় ৫ লক্ষ কোটি টাকা বেড়েছে। যা সব রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষার বাজেটের সমতূল্য।


এই সমীক্ষা আরও দেখাচ্ছে, গত অর্থবর্ষে দেশের ৬৭ শতাংশ অতিদরিদ্র মানুষের আয় বেড়েছে মাত্র ১ শতাংশ। ভারতে এক প্রান্তিক কৃষকের সারা জীবনের যা রোজগার তা কোনও সিইও মাত্র ১৮ দিনে রোজগার করতে পারেন। অন্যদিকে, এক সিইও-র রোজগারে পৌঁছতে একজন দিনমজুরের লাগবে প্রায় হাজার বছর।