ওয়েব ডেস্ক: নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বী বিজেপি সম্পর্কে বোমা ফাটালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ মায়াবতী। উত্তরপ্রদেশ রাজনীতির 'বহেনজী'র অভিযোগ, "বিজেপি ক্ষমতায় এলে জাতি ভিত্তিক সংরক্ষণ তুলে নেবে"। এছাড়াও বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে তোপ দেগেছেন 'দলিত নেত্রী' মায়াবতী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখানেই না থেমে বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমোর অভিযোগ, লোকসভা ভোটের আগে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার এক চতুর্থাংশও তারা রূপায়িত করেনি। বিজেপিকে সংরক্ষণ ও সততার প্রেক্ষিতে বেঁধার পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের 'সার্জিক্যাল স্ট্রাইক' ও 'কালো টাকার বিরুদ্ধে লড়াই'কে সরাসরি 'নাটক' বলে কটাক্ষ কেরেছেন।


আরও পড়ুন- নোট বাতিলের পর একমাসে জনধন অ্যাকাউন্ট থেকে কত টাকা তোলা হয়েছে জানেন?


উল্লেখ্য, আজই বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ জানিয়েছেন যে, বিরোধীরা চাইলে উত্তরপ্রদেশের ভোটকে তাঁর দল নোট বাতিলের উপর গণভোট হিসাবে মেনে নিতে প্রস্তুত।


আরও পড়ুন- মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ফরাসি সুন্দরী