করোনা আক্রান্ত RBI গভর্নর, আপাতত কাজ করবেন আইসোলেশনে থেকেই
আশার কথা গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের নীচেই রয়েছে। এনিয়ে তিন দিন কিছুটা আশার আলো দেখল দেশ
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তবে বড়সড় কোনও অসুবিধে আপাতত নেই।
আরও পড়ুন-দেশের বিরুদ্ধে হুমকি এলেই পাল্টা লড়াই করব, চিনকে হুঁশিয়ারি দোভালের
রবিবার টুইট করে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, 'কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে। কোনও উপসর্গ আপাতত নেই। ভালো আছি। সম্প্রতি আমার সংস্পর্শ্বে যাঁরা এসেছিলেন তাঁদের সতর্ক করে দিয়েছি। আইসোলেশনে থেকেই আপাতত কাজ করব। আরবিআইয়ের কাজ স্বাভাবিক ভাবেই চলবে। দফতরের সব আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমেই দফতরের সঙ্গে কথা হবে।'
আরও পড়ুন-নবমী, নবমীর পাঁঠা এবং বাঙালি
উল্লেখ্য, আশার কথা গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের নীচেই রয়েছে। এনিয়ে তিন দিন কিছুটা আশার আলো দেখল দেশ। সুস্থতার হারও পৌঁছে গিয়েছে ৯০ শতাংশে। পাশাপাশি গত তিন মাসের মধ্যে এই প্রথম করোনায় মৃত্যু সংখ্যা হল ৫৭৮।
এদিকে, গোটা দেশে সংক্রমণের গতি নিম্নমুখী হলেও দিল্লিতে পরপর দুদিন করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁল। গোটা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১.১৮ লাখ রোগীর।