ওয়েব ডেস্ক: ভুয়ো সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেবি। এরপরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। অধিকাংশ কোম্পানি বছরে পর বছর লোকসানে চলছে। বিক্রিবাটাও বন্ধ। তা সত্ত্বেও সংস্থাগুলির ৯৫ শতাংশ শেয়ার ধরে রেখেছেন বিনিয়োগকারীরা। প্রশ্ন উঠছে, কোম্পানির ব্যাপারে কোনও তথ্য না নিয়েই কেন তাঁরা বিনিয়োগ করতে গেলেন?   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৩১টি কোম্পানিকে সন্দেহজনক ভুয়ো সংস্থার তালিকায় ফেলেছে সেবি। এই কোম্পানিগুলিতে বিনি‌‌য়োগ করেছেন প্রায় ৩৬ লক্ষ বিনিয়োগকারী। এর মধ্যে ১৬৭টি কোম্পানি বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভূক্ত। ১৫৪টি কোম্পানির তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে ৫০টি গত চার বছর ধরে লোকসান করে চলেছে। তা সত্ত্বেও কোম্পানিগুলিতে ৯৫ শতাংশ শেয়ার কিনেছেন খুচরো বিনিয়োগকারীরা।


গত সোমবার ভুয়ো সংস্থাগুলির লেনদেন বন্ধ করে দেয় সেবি। তাদের গত তিন বছরের আয়কর সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, নোট বাতিলের পর ‌যে সংস্থাগুলির লেনদেন বেড়ে গিয়েছিল, সেই সব ভুয়ো সংস্থাকে চিহ্নিত করা হচ্ছে।


আরও পড়ুন, ‘আবু দুজানার মৃত্যুর মূল্য চোকাতে হবে ভারতকে’, অকাল তখ এক্সপ্রেসে বিস্ফোরকভর্তি পাত্রে মিলল চিঠি