ওয়েব ডেস্ক : মাসে ১০ হাজার টাকা করে জেপি সেনানি সম্মান পেনশন পাবেন লালু প্রসাদ যাদব। বিহারের স্বরাষ্ট্র দফতর সূত্রে একথা জানানো হয়েছে। RJD সুপ্রিমোর আবেদনের ভিত্তিতেই তাঁকে এই প্রকল্পের আওতায় আনা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দেশে আর্থিক সংস্কারের জন্য আরও বলিষ্ঠ পদক্ষেপ দরকার : অরুণ জেটলি


১৯৭৪ সালে জয়প্রকাশ নারায়ণ 'সম্পূর্ণ ক্রান্তি'-র সূচনা করেন। সেই সময়ে লালু প্রসাদ যাদব ছিলেন ছাত্রনেতা। ওই আন্দোলনে অংশ নেওয়ার জন্য লালুকে জেলে যেতে হয়। সেই আন্দোলনকে মান্যতা দিয়ে ২০০৯ সালে পাশ হয় JP সেনানী সম্মান। আর সেই সম্মানের পেনশনের আওতায় এবার আনা হল লালুকে। এই প্রকল্প অনুযায়ী, যাঁরা একমাস থেকে ছ’মাস পর্যন্ত জেলে কাটিয়েছেন, তাঁরা প্রতিমাসে ৫ হাজার টাকা পেনশন পাবেন। যাঁরা ৬ মাসের বেশি জেলে ছিলেন, তাঁদের পেনশনের পরিমাণ ১০ হাজার টাকা। বিহার সরকারের সূত্রে খবর, এই প্রকল্পের আওতায় মোট ৩১০০ জন পেনশনভোগী রয়েছেন।