ওয়েব ডেস্ক : মঞ্চ ভেঙে বিপত্তি। একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মঞ্চ ভেঙে আহত হলেন রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদব। যদিও, প্রাথমিক চিকিত্‍সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর কোমরে সামন্য আঘাত লেগেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, গতকাল বিহারের দীঘাতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালু প্রসাদ। তাঁর সঙ্গে সেখানে ছিলেন দুই ছেলে তেজস্বী ও তেজ প্রতাপ। ছিলেন তাঁর কন্যা মিশা ভারতীও। অনুষ্ঠান চলাকালীন হঠাত্‍ই গোটা মঞ্চটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন- যোগী আদিত্যনাথের সিদ্ধান্তে সমস্যায় পড়েছে কানপুরের গর্ভবতী সিংহী


চোট গুরুতর কিনা দেখার জন্য লালু প্রসাদের কোমরের এক্স-রে করা হয়। চিকিত্‍সকরা জানিয়েছেন তাঁর চোট গুরতর নয়। তেজস্বী, তেজ প্রতাপ ও মিশার শরীরেও কোনও চোট নেই বলে জানা গেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রথমিক ভাবে ধারণা ছোট মঞ্চে অতিরিক্ত মানুষ ভিড় করার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।