ওয়েব ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের হেফাজতে চাইবে CBI। আজ ভুবনেশ্বর আদালতে পেশ করা হবে তৃণমূল কংগ্রেস সাংসদকে। CBI সূত্রে খবর, সুদীপ-রোজভ্যালির আর্থিক লেনদেনের প্রমাণ আজ আদালতকে দেবে তারা।


তদন্তকারী সংস্থার দাবি, একাধিকবার রোজভ্যালি থেকে নগদে টাকা নিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তার মধ্যে অন্তত দুবার নিজের দুই বিশ্বাসভাজনকে পাঠিয়ে রোজভ্যালি অফিস থেকে টাকা আনান লোকসভায় তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বাসভাজন ওই দুই ব্যক্তি আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। তাই পেশ করা হবে ম্যাজিস্ট্রেটের কাছে। এরকম আর ক'টি লেনদেন হয়েছে তার বিস্তারিত খোঁজ পেতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চান তদন্তকারীরা। তাই তাঁকে হেফাজতে চাওয়া হবে।


আরও পড়ুন- আগামী ১৩ তারিখ পর্যন্ত কার্ডে পেট্রোল পাম্প থেকে তেল কেনা যাবে