নিজস্ব প্রতিবেদন: চলতি বছর এবং ২০২০-তে লক্ষাধিক কর্মসংস্থান দেবে রেলওয়ে, এমনটাই জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাত্ আরআরবি গ্রুপ ডি-র রেজাল্ট। বোর্ডের সেন্ট্রাল এবং রিজিওনাল ওয়েবসাইট থেকে জানা যাবে রেজাল্ট। নির্বাচিত পরীক্ষার্থীদের ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট (PET)-এর জন্য ডাকা হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে সমস্ত পরীক্ষার নম্বরের ভিত্তিতে। ফলাফল প্রকাশিত হওয়ার মাত্রই পরবর্তী পর্যায়ের জন্য তৈরি থাকতে হবে প্রার্থীতে। এই পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট হবে। নির্দেশ অনুযায়ী ফর্ম্যাটে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে প্রার্থীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে দেখবেন আরআরবি গ্রুপ ডি-এর রেজাল্ট: প্রতিটা রিজিওনের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। দেখে নিন-


চণ্ডীগড় (www.rrbcdg.gov.in)


চেন্নাই (www.rrbchennai.gov.in)


গোরক্ষপুর (www.rrbguwahati.gov.in)


শিলিগুড়ি (www.rrbsiliguri.org)


তিরুবনন্তপুরম (rrbthiruvananthapuram.gov.in)


আজমির (rrbajmer.gov.in)


এলাহাবাদ (rrbald.gov.in)


ব্যাঙ্গালোর (rrbbnc.gov.in)


ভোপাল (www.rrbbpl.nic.in)


ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in)


বিলাসপুর (www.rrbbilaspur.gov.in)


মালদা (www.rrbmalda.gov.in)


মুম্বই (www.rrbmumbai.gov.in)


মুজফফরপুর (www.rrbmuzaffarpur.gov.in)


পাটনা(www.rrbpatna.gov.in)


রাঁচি (rrbranchi.gov.in)


সেকেন্দ্রাবাদ (rrbsecunderabad.nic.in)


আহমেদাবাদ (www.rrbahmedabad.gov.in)


গুয়াহাটি (www.rrbguwahati.gov.in)


জম্মু (www.rrbjammu.nic.in)


কলকাতা (www.rrbkolkata.gov.in)


যে সমস্ত ডকুমেন্ট লাগবে  


দশম শ্রেণীর সার্টিফিকেট


আবেদন পত্রে উল্লেখিত সমস্ত মার্কশিট


ঠিকানার প্রমানপত্র- ভোটার আইডিকার্ড, আধার কার্ড


জন্মের প্রমানপত্র– দশম শ্রেণীর সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট


কাস্টের প্রমানপত্র


পিডব্লুডি প্রার্থীর সার্টিফিকেট


মেডিক্যাল/ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট