Meerut Wedding: বিয়ের আসরে উড়ল টাকা, বরকে ২.৫ কোটি, জুতো চুরির জন্য শ্যালিকাকে ১১ লাখ, দেখুন Video
Meerut Wedding: ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়ের আসরে এক ব্যক্তি ঘোষণা করছেন, বরের গাড়ির জন্য দেওয়া হচ্ছে ৭৫ লাখ টাকা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে নাকি অন্যকিছু! মোটা টাকা পণ নিয়ে বিয় করার খবর প্রায়শই শোনা যায়। তবে উত্তরপ্রদেশের মেরঠের এক বিয়ের ভিডিয়ো নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের আসরে বরকে ট্রেলিভর্তি করে দেওয়া হল নগদ ২.৫ লাখ টাকা। দেওয়া হল ৭৫ লাখি গাড়ির জন্য টাকা।
আরও পড়ুন-ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের!
ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়ের আসরে কনপক্ষে তাড়া তাড়া টাকা দিচ্ছে বরপক্ষকে। পাশপাশি বিয়ের আসরে জড়ো করা হচ্ছে ট্রলিভর্তি টাকা। বিয়ের আসরে বরের জুতো চুরি গোটা দেশেই প্রচলিত। এখানেও বরের জুতো চুরি করলেন তাঁর শ্যালিকা। সেই জুতো ছাড়াতে বরপক্ষ শ্যালিকাকে দিল নগদ ১১ লাখ টাকা। আরও আছে। বিয়েতে যে মওলানা বিয়ে পড়ান তাঁকে দেওয়া হয় ১১ লাখ টাকা। আর এলাকার একটি মসজিদে দান করা হয় ৮ লাখ টাকা।
মেরঠে ৫৮ নম্বর জাতীয় সড়কের ধারে এক ম্যারেজ হলে ওই বিয়ের অনুষ্ঠান হয়। সেখানেই দেখা যাচ্ছে টাকা ওড়ানোর ওই খেলা। ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়ের আসরে এক ব্যক্তি ঘোষণা করছেন, বরের গাড়ির জন্য দেওয়া হচ্ছে ৭৫ লাখ টাকা। এরপরই দেখা যায় কনপক্ষে কয়েকটি স্যুটকেশ বরপক্ষের হাতে তুলে দিচ্ছে। মনে করা হচ্ছে ওই স্যুটকেসেই ছিল বিপুল ওই টাকা।
দুই পরিবারই চেয়েছিল এমন বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো যেন বাইরে না বের হয়। কিন্তু তা শেষপর্যন্ত হয়নি। এক ব্যক্তি ওই টাকা হস্তান্তরের ভিডিয়ো করে ফেলেন। তাকে শেষপর্যন্ত থামিয়ে দেওয়া হয়। তবে ভিডিয়ো বাইরে আসা ঠেকানো যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)