নিজস্ব প্রতিবেদন: বেনামি সম্পত্তি বা কালোটাকার খোঁজ দিতে পারলে এবার থেকে মিলবে ৫ কোটি টাকা পর্যন্ত পুরস্কার। শুক্রবার এমনটাই ঘোষণা করল আয়কর দফতর। এর আগে বেনামি সম্পত্তির খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল আয়কর বিভাগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, বেনামি তথ্য আইন ২০১৮ অনুসারে বেনামি প্রভিশন ইউনিটের কমিশনারকে দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে এবার থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এমনকী বিদেশি নাগরিকরাও এই পুরস্কার পাওয়ার যোগ্য। 


মাসে ১০০ টাকায় মিলবে অনলিমিডেট ডেটা ও কল, আরও ছাড় ঘোষণা করল Jio


তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখবে আয়কর দফতর। করচুরি ও বেনামি সম্পত্তি রুখতে এই প্রকল্প চালু করেছিল আয়কর দফতর।