ওয়েব ডেস্ক: হায়দরাবাদের জুবিলি হিল থেকে নিজামবাদ, সড়কপথে দূরত্ব ৪৫০ কিলোমিটার। ১১ টাকা প্রতি কিলোমিটার ভাড়া হলে তা দাঁড়ায় ৫০০০ টাকা। অথচ ওলার বিল দেখে চোখ কপালে ওঠে ওলা গ্রাহকের। ৯ লাখ ১৫ হাজার ৮৮৭ টাকা বিল দেখে ঘাবড়ে যান ওলা চালকও।


গণ্ডগোলটা আসলে ওলা অ্যাপে। ৪৫০ কিলোমিটার পথ ওলা অ্যাপে দেখায় ৮৫,৪২৭ কিলোমিটার। আর এতেই তরতরিয়ে বেড়ে যায় ভাড়া। বিল দেখে ওলা ড্রাইভার এবং যাত্রী দুজনেই কোনও উপায় না পেয়ে শেষ পর্যন্ত ওলা কতৃপক্ষকে অভিযোগ জানায় ওই ওলা গ্রাহক। পুরো ঘটনা জানার পর ওলা কতৃপক্ষ যাত্রীর কাছে ক্ষমা চায়। পরে ওলার বিল বাবদ ৫০০০ টাকাই ওলা ড্রাইভারকে দেন যাত্রী। এতে সমস্যার সমাধান হয় ঠিকই তবে ৯ লাখের ওলা বিল, এটা একটা 'এপিক' হিসেবেই থেকে গেল!