নিজস্ব প্রতিবেদন: প্রথম দফার কোভিডের পর দেশের সর্বক্ষেত্রেই দায়িত্বজ্ঞানহীন আচরণ লক্ষ্য করা গিয়েছে। তার খেসারত দিতে হচ্ছে। শনিবার এমন মন্তব্যই করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ( RSS chief Mohan Bhagwat)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, ''ডাক্তারদের পরামর্শ সত্ত্বেও কোভিডের প্রথম ঢেউয়ের পর সরকার, প্রশাসন বা সাধারণ মানুষ সকলেই গাফিলতি করেছেন। তার ফলে আজ এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এখন ওরা বলছে তৃতীয় ঢেউ আসছে। আমরা কি ভীত হব? নাকি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে লড়াই করব। এবং কোভিডের বিরুদ্ধে জয়ী হব।'' ভাগবতের অভিমত, বর্তমানকে সম্বল করে সামনের দিকে এগোতে হবে। এই অভিজ্ঞতা থেকে সরকার ও সাধারণ মানুষকে নিতে হবে ভবিষ্যতের প্রস্তুতি। 


এ দিন কোভিড পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে তিনি নির্দেশ দেন, এলাকাভিত্তিক কনটেনমেন্ট জোন সময়ের দাবি। বাড়াতে হবে নমুনা পরীক্ষা। গ্রামীণ এলাকায় দোরে দোরে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ওই সব এলাকায় অক্সিজেনের জোগান নিশ্চিত করা দরকার।     


আরও পড়ুন- 'টিকা বিদেশে পাঠালেন কেন মোদীজি?' পোস্টার সেঁটে গ্রেফতার কমপক্ষে ১২