সঙ্ঘকে বদনাম করতেই প্রণবের ভুয়ো ছবি!
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রণব মুখোপাধ্যায়ের ভুয়ো ছবি।
নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতর নাগপুরে প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভুয়ো ছবি। ওই ছবিতে দেখা যাচ্ছে, স্বয়ংসেবকদের কায়দায় হাত মুড়ে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ওই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হতেই আরএসএস জানাল, তাদের সংগঠনকে বদনাম করতে ওই ভুয়ো ছবিটি ছড়িয়েছে কয়েকটি 'অবসাদগ্রস্ত রাজনৈতিক দল'।
বৃহস্পতিবার আরএসএস-এর প্রশিক্ষণের তৃতীয় বর্ষের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন প্রণব মুখোপাধ্যায়। তুলে ধরেন, দেশের অখণ্ডতা, সহিষ্ণুতা ও বহুত্ববাদের কথা। ওই অনুষ্ঠানেই আরএসএসের প্রার্থনা সংগীত চলার সময়ে উঠে দাঁড়ান প্রণববাবু। তবে সরসঙ্ঘচালক মোহন ভাগবত-সহ অন্যান্য সঙ্ঘ নেতাদের মতো হাত মুড়ে দাঁড়াননি তিনি। কিন্তু ভুয়ো ছবিতে দেখা যাচ্ছে, মাথায় টুপি পড়ে, হাত মুড়ে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। এরপরই প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটারে লেখেন, ''এটার আশঙ্কাই আমি করেছিলাম। কয়েকঘণ্টার মধ্যেই ঘৃণ্য খেলা খেলতে শুরু করেছে বিজেপি-আরএসএস।''
এই ভুয়ো ছবিটি নিয়ে বিতর্ক শুরু হতেই বিবৃতি দিয়ে বিরোধীদের উপরে দায় চাপিয়েছে আরএসএস। সঙ্ঘ নেতা মনমোহন বৈদ্য জানিয়েছেন, সঙ্ঘের প্রার্থনায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে ভুয়ো ছবি ছড়িয়েছে কয়েকটি 'বিভেদকামী রাজনৈতিক দল'। আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করছিল তারা। এখন আরএসএসের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ঘৃণ্য উপায় বের করেছে 'অবসাদগ্রস্তরা'। ইচ্ছাকৃতভাবে আরএসএসকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এর তীব্র নিন্দা করছি।
আরও পড়ুন- রাজীব গান্ধীর মতো মোদীকে হত্যার ছক মাওবাদীদের! ফাঁস চিঠিতে