নয়া দিল্লি: হুমকিটা চলছিল আগে থেকেই। ফোনে, ফেসবুকে। শনিবার দিল্লিতে সেটাই সত্যি প্রমাণিত হল। আরএসএস-এর সদর দফতরের সামনে নীতিপুলিসের বিরুদ্ধে 'কিস অফ লভ' আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেদিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কর্মীরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আন্দোলনকারীদের অভিযোগ, মেট্রো থেকে নামার সঙ্গে সঙ্গেই তাদের ঘিরে ফেলে সঙ্ঘ কর্মীরা। পুলিস এসে যোগ দেয় তাদের সঙ্গে। ব্যারিকেড করে পুলিস প্রতিবাদীদের আরএসএস সদর দফতরে যেতে বাধা দেয়।  আরএসএস কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে পুলিসের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও এনেছেন আন্দোলনকারীরা।  


খবরে প্রকাশ, দু'পক্ষের মধ্যেই হাতাহাতি শুরু হয়। পড়ে প্রতিবাদীদের সংখ্যা বাড়তে থাকলে পিছু হটে আরএসএস।


পুলিস ব্যারিকেড করে দেওয়ায় রাস্তাতেই বসে পড়ে আন্দোলনকারীরা।


প্রায় ৩০০ জন যুবক-যুবতী আজ জমা হয়েছিলেন দিল্লিতে। সন্ধে সাড়ে ৬টা নাগাদ শেষ হয় তাঁদের আন্দোলন কর্মসূচী।  


''কিস অফ লভ''-এর আয়োজক ও আরএসএস কর্মীরা, দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।


''কিস অফ লভ'' প্রতিবাদের শুরু কেরালায়। বিজেপির যুব শাখার নীতিপুলিসগিরির বিরুদ্ধে গত ২ নভেম্বর জনস্বমক্ষে চুম্বনের ডাক দেওয়া হয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তেও।


কোজিকোড়ে একটি ক্যাফেতে কিছুদিন আগেই ভাঙচুর চালায় বিজেপির যুব শাখা। ক্যাফেতে বসে চুমু খাওয়া চলবে না। দাবি ছিল তাদের।


এর পরেই এই ডান পন্থী যুব সংগঠনের নীতি পুলিসগিরির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।


কলকাতাতেও চলতি সপ্তাহের বুধবার ''কিস অফ লভ'' প্রচারের সমর্থনে নীতিপুলিসের বিরুদ্ধে জনস্বমক্ষে  চুমু খেয়ে প্রতিবাদ জানান যুবক-যুবতীরা।