আরএসএসকে নিষিদ্ধ করা উচিত, মন্তব্য অকাল তখত প্রধানের
আগেও আরএসএসের সঙ্গে সংঘাত হয়েছে শিখ ধর্মীয় নেতাদের। গত সপ্তাহে মোহন ভাগবতের ভারতকে হিন্দু রাষ্ট্র বলার প্রতিবাদ করে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি
নিজস্ব প্রতিবেদন: দেশকে ভেঙে ফেলবে আরএসএস। তাই সময় থাকতে এই সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। এমনটাই মন্তব্য করলেন শিখদের সর্বোচ্চ নিয়াময় সংগঠন অকাল তখত।
আরও পড়ুন-আজ এপিজে আব্দুল কালামের ৮৮তম জন্মদিনে প্রতিরক্ষা মন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
অকাল তখতের প্রধান জ্ঞাণী হরপ্রিত সিং সোমবার অমৃতসরে বলেন, আরএসএসকে নিষিদ্ধ করা উচিত। আরএসএস যা করছে তাতে স্পষ্ট বিভাজন তৈরি হবে এদেশে। সংগঠন যেসব মন্তব্য করছে তা দেশের স্বার্থে নয়। তাই এই সংগঠনের রাশ এবার টেনে ধরার প্রয়োজন রয়েছে।
মতাদর্শের দিক থেকে বিজেপি আরএসএসের ওপরে নির্ভরশীল। একথা হরপ্রীত সিংকে মনে করিয়ে দেন সাংবাদিকরা। এর পরই তখত প্রধান বলেন, দেশের স্বার্থে যখন আরএসএস কথা বলে না সেহেতু তা দেশকে ধ্বংস করে দেবে।
আরও পড়ুন-জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ট্রাক চালককে গুলি করে মারল জঙ্গিরা!
উল্লেখ্য, এর আগেও আরএসএসের সঙ্গে সংঘাত হয়েছে শিখ ধর্মীয় নেতাদের। গত সপ্তাহে মোহন ভাগবতের ভারতকে হিন্দু রাষ্ট্র বলার প্রতিবাদ করেন শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি সভাপতি গোবিন্দ সিং লঙ্গোয়াল। দশেরার দিন আরএসএস প্রধান মন্তব্য করেন, ভারতে যাঁরা বসবাস করেন তারা সবাই হিন্দু। কারণ ভারত একটি হিন্দু রাষ্ট্র।