রাহুলের `ডান্ডা পেটা`য় ধস্তাধস্তি লোকসভায়, মা-বোনের আশীর্বাদ আছে, বললেন মোদী
ডান্ডা-মন্তব্যে ফের তুলকালাম!
নিজস্ব প্রতিবেদন: ছমাস পরে দেশের তরুণরা মোদীকে লাঠিপেটা করবে। রাহুল গান্ধীর এই এক মন্তব্য ঘিরে তুলকালাম অব্যাহত। গতকালের পর আজ, শুক্রবারও লাঠি-মন্তব্যের জেরে সংসদে হাতাহাতির উপক্রম! প্রশ্ন এড়িয়ে রাহুলের নিন্দে স্বাস্থ্যমন্ত্রীর। প্রতিবাদে মন্ত্রীর দিকে তেড়ে গেলেন কংগ্রেস সাংসদ। পরিকল্পনা করে সংসদে হট্টগোল করছে বিজেপি, দাবি করেন রাহুল। অসমে প্রধানমন্ত্রী বলেন,''মা-বোনেদের আশীর্বাদ থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না।''
দিল্লির বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন,''৬ মাস পর নরেন্দ্র মোদীকে ডান্ডা মেরে দেশছাড়া করবেন দেশের যুবকরা।'' রাহুলের এই মন্তব্য ঘিরে তোপ-পাল্টা তোপ অব্যাহত। বৃহস্পতিবার রাহুল গান্ধীর ডান্ডা-মন্তব্য সংসদে তুলে এনেছিলেন মোদী। শুক্রবার লোকসভায় সেই ডান্ডা-মন্তব্যে ফের তুলকালাম! বিরোধী-ট্রেজারি বাগযুদ্ধ প্রায় হাতাহাতিতে গড়াল! এদিন প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে ওয়ায়নারের মেডিক্যাল কলেজ নিয়ে একটি প্রশ্ন করেন রাহুল। উত্তর এড়িয়ে গিয়ে রাহুলের ডান্ডা-মন্তব্যের নিন্দা করেন মন্ত্রী। স্পিকার মন্ত্রীকে প্রশ্নের উত্তর দিতে বলেন। তারপরেও মন্ত্রী তাঁর বিবৃতি পড়তে থাকেন। প্রতিবাদে ওয়েলে নেমে হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদরা।
তামিলনাড়ুর সাংসদ মানিকম ঠাকুর ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে হর্ষবর্ধনের দিকে কার্যত তেড়ে যান। এক ঝটকায় মানিকমের হাত ধরে ফেলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রজভূষণ শরণ সিং। কংগ্রেসের হিবি ইডেন, বিজেপির স্মৃতি ইরানির মধ্যস্থতায় হাতাহাতি এড়ানো গিয়েছে ঠিকই। তবে অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
রাহুল গান্ধী দাবি করেছেন, কংগ্রেস কাউকে আক্রমণ করেনি, উল্টে আক্রান্ত হয়েছে! টুইটারে তিনি লিখেছেন,''পরিকল্পনা করেই সংসদে অশান্তি করা হচ্ছে যাতে আমি সরকারকে প্রশ্ন করতে না পারি। বেকারত্ব মোকাবিলায় সরকারের কোনও দাওয়াই নেই, তাই সংসদে হট্টগোল করছে। ''
গোটা ঘটনায় দু-পক্ষই একে অপরের দিকে আঙুল তুলছে। রাহুল অস্বীকার করলেও বকলমে মেজাজ হারানোর কথা স্বীকার করছে কংগ্রেস।
এদিন বোড়ো শান্তি চুক্তির ১১ দিন বাদে অসমের কোকরাঝাড়ে প্রধানমন্ত্রী। CAA নিয়ে বিরোধীদের দিকে তোপ দাগলেন কিন্তু NRC নিয়ে একটি কথাও বললেন না। বোড়োল্যান্ডের সমস্যার জন্য নাম না করে কংগ্রেসকেই দায়ী করেন প্রধানমন্ত্রী। সেখানে আরও একবার তিনি বলেন, ''মা-বোনেরা আমায় আশীর্বাদ করতে এসেছেন। অনেকে আমাকে লাঠিপেটা করতে চায়। আপনাদের আর্শীবাদ রয়েছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না।''
আরও পড়ুন- দাদা, কাঁচা চিট্টা খুলে দিলে আপনি আঘাত পাবেন, লোকসভায় সৌগতকে হুঙ্কার মোদীর