ওয়েব ডেস্ক : একে নোট বাতিল, তার ওপর নাগরোটায় জঙ্গি হানা। দুই ইস্যুকে হাতিয়ার করে আজ সংসদে ঝাঁপাল বিরোধীরা। ফলে আজও হট্টগোল সংসদের দুই কক্ষে। বেশ কিছু সময় মুলতুবি করে দিতে হয় অধিবেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগরোটায় সেনা শহিদদের  সম্মান না জানানোয় লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস। সরকারপক্ষের তোপ, সেনা নিয়ে নোংরা রাজনীতি করছে কংগ্রেস। শীতকালীন অধিবেশন শুরুর পর থেকেই নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত সংসদ। প্রতিদিনই প্রবল বাগবিতণ্ডার পর মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন।


আরও পডুন, মাস পয়লায় মাইনের টাকা ব্যাঙ্ক-এটিএমে কি পাওয়া যাবে? কী বলছে RBI