Nupur Sharma: লজ্জায় মাথা হেঁট হওয়া উচিত, নূপুর শর্মা বিতর্কে তোপ বিরোধীদের
বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে বিজেপির সাসপেনডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ভর্ৎসিত হওয়ার পর মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাল বিরোধীরা। তাদের দাবি, নূপুরের পাশাপাশি ক্ষমা চাক বিজেপিও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, দেশজুড়ে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা। তাঁর উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। তিনি ক্ষমা চেয়েছেন বটে, তবে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাও ক্ষমা চেয়েছেন শর্তসাপেক্ষে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানাল কংগ্রেস। বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ভর্ৎসিত হওয়ার পর মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাল বিরোধীরা। তাদের দাবি, নূপুরের পাশাপাশি ক্ষমা চাক বিজেপিও। তাদের বক্তব্য, নূপুর শর্মাকে সুপ্রিম কোর্ট যে ভাষায় তিরস্কার করেছে তাতে বিজেপির মাথা হেঁট হয়ে যাওয়া উচিত।
এদিন শীর্ষ আদালতে শুনানি শুরু হতেই তোপের মুখে পড়েন প্রাক্তন BJP মুখপাত্র। গোটা দেশের অশান্ত পরিবেশের জন্য তাঁকে দায়ী করে বিচারপতি সূর্যকান্ত বলেন, ''আপনার আলটপকা মন্তব্যে দেশে আগুন জ্বলে গিয়েছে। সারা জায়গায় যে অশান্ত পরিস্থিতি তার জন্য একা এই মহিলাই দায়ী।''একইসঙ্গে বিচারপতির নির্দেশ, ''আপনার উচিত টিভিতে এসে সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন।''
সুপ্রিম কোর্টের এই কড়া ভাষাকে হাতিয়ার করেই বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, “দেশের বর্তমান হিংসাত্মক পরিবেশের জন্য নূপুর শর্মাকে দায়ী করে একেবারে ঠিক করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই মন্তব্য আসলে গোটা দেশের মানসিকতার প্রতিফলন। ক্ষমতাসীন দলের উচিত লজ্জায় মাথা নত করে বসে থাকা।”
এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্য়েই শাসকদলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি নূপুর শর্মাকে ঘিরে বিজেপির অন্দরে অস্বস্তি যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন, SpiceJet Flight: কেবিনে ধোঁয়া! মাঝ আকাশ থেকে দিল্লি ফিরল জব্বলপুরগামী বিমান