নিজস্ব প্রতিবেদন: ডলারের নিরিখে এক দিনে ১১২ পয়সা পোক্ত হল টাকা। যা গত পাঁচ বছরের নিরিখে সর্বোচ্চ। মঙ্গলবার টাকার দর পৌঁছয় ৭০.৪৪ টাকায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমাতেই টাকার দরে এই বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টাকার দর বাড়ায় কেন্দ্রের পক্ষে চলতি খাতে ঘাটতি সামাল দেওয়া সহজ হবে বলে মনে করছেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় ২.২৬ ডলার কমেছে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম। যা গত ১৪ মাসে সর্বনিম্ন। 


অসমে পঞ্চায়েত নির্বাচনে হারেও NRC ইস্যু হাতছাড়া করতে নারাজ মমতা


এদিন সকালে ৭১.৩৪ পয়সা প্রতি ডলার ছিল টাকার দাম। যা বাজার বন্ধের সময় দাঁড়ায় ৭.৪৪ টাকা। সোমবারও ৩৪ পয়সা বেড়েছিল টাকার দর। 


২০১৩ সালে একদিনে সর্বোচ্চ বেড়েছিল টাকার দাম। সেদিন ডলারের তুলনায় ১৬১ পয়সা মজবুত হয়েছিল টাকা।