ওয়েব ডেস্ক : বাজারে এখন ৫০০ বা হাজার টাকার নোট নয়, ছড়িয়ে পড়েছে ১০ টাকার জাল কয়েনে। আর তা নিয়েই বিপাকে পড়েছে সরকার। যদিও, সরকারি তরফে জানানো হয়েছে এই চক্রের চাইকে গ্রেফতার করা হয়েছে...তবুও বাজারে এখনও রয়েছে সেই কয়েন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'সরব সেক্সে' আপত্তি তাই প্রতিবেশীকে চিঠি লিখল ছাত্রী


গত এক বছরের বেশি সময় ধরে এই জাল কয়েন চক্র গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আর সেখানে থেকেই ছড়িয়ে পড়়েছে এই কয়েন। আসল ১০ টাকার কয়েনের সঙ্গে দেখতে তেমন কোনও তফাত নেই এই জাল কয়েনের। আর তাই অতি সহজেই তা বাজারে ছড়িয়ে পড়েছে।


তবে, নিচের ভিডিওটি দেখে জেনে নিন কিভাবে চিনবেন এই নকল কয়েন-