ওয়েব ডেস্ক: সাত বছরের ছাত্রের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় রায়ান ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলেন হরিয়ানার শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মা। তাঁর কথায়, জুভেনাইল আইনের ৭৫ ধারায় স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এক সপ্তাহের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাসও দেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিক্ষামন্ত্রী বলেন, "অভিভাবকরা পুলিসের তদন্ত নিয়ে খুশি না হলে তদন্তকারী সংস্থার হাতে মামলাটি তুলে দেবে রাজ্য সরকার।" পাশাপাশি তিনি জানিয়েছেন, ১২০০ পড়ুয়ার ভবিষ্যত অন্ধকারে ফেলতে চায় না রাজ্য। সেজন্য রায়ান ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করা হচ্ছে না। তবে স্কুলের কাছে মদের দোকানটি বন্ধ করে দেওয়া হবে। 


শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টর আশ্বাস দিয়েছিলেন, শীঘ্রই রাজ্যের সমস্ত স্কুলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো নির্দেশিকা জারি করবে সরকার। বালকের মা এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে। এদিন মদের দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস।