ওয়েব ডেস্ক: গুরুগ্রামে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এল। রিপোর্টে জানা গিয়েছে, অত্যাধিক রক্তক্ষরণ ও আকস্মিকতায় মৃত্যু হয়েছে সাত বছরের বালকের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ওই ছাত্রের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।


শুক্রবার এই ঘটনায় সরকার সিবিআই তদন্তে সায় দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর খট্টর। পাশাপাশি ৯ মাসের জন্য স্কুল পরিচালনার দায়িত্বভারও নিয়েছে সরকার।


গত ৮ সেপ্টেম্বর রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাত বছরের প্রদ্যুমান ঠাকুরের নলিকাটা দেহ উদ্ধার হয়। বাস চালক অশোক কুমার তাকে খুন করেছে বলে অভি‌যোগ। তবে অভি‌যুক্তের পরিবারের দাবি, পুলিশ অশোককে বলির পাঁঠা করছে। তিনি নির্দোষ। 


আরো পড়ুন, '‍যৌন নি‌র্যাতনের চেষ্টা' , গলার নলি কেটে স্কুলের মধ্যেই খুন ৭ বছরের ছাত্র