COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যুরো: দোসরা অক্টোবর ঝাঁটা হাতে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে সাড়া দিয়ে গত সপ্তাহে  ঝাড়ু হাতে মুম্বইয়ের রাস্তায় নেমেছিলন সচিন তেন্ডুলকর। সেকথা জানার পর সচিনের প্রশংসা করেছিলেন মোদী। আজ মোদীর সঙ্গে দেখা করলেন সস্ত্রীক সচিন।


প্রধানমন্ত্রীকে জানালেন স্বচ্ছ ভারত অভিযানে এপর্যন্ত কী কী করেছেন তিনি।  এই কর্মসূচি জনপ্রিয় করে তুলতে নজন বিশিষ্ট ব্যক্তিকে বেছে নিয়েছিলেন মোদী। সেই তালিকায় নাম ছিল সচিনেরও। সচিন আজ প্রধানমন্ত্রীকে জানান,  এই অভিযানে সামিল করার জন্য আরও অনেকের সঙ্গে কথা বলেছেন তিনি। সংসদ আদর্শ গ্রাম যোজনায় গ্রাম দত্তক নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন সচিন।   স্কুল-কলেজে খেলাধূলায় প্রসারে কাজ করার জন্যও তিনি আগ্রহী, একথাও মোদীকে জানিয়েছেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ।