ওয়েব ডেস্ক : বৃষ্টি নেই। গরমে ত্রাহি ত্রাহি রব। এই পরিস্থিতি থেকে একমাত্র বাঁচাতে পারে বৃষ্টিদেবতা। অতএব যজ্ঞ করে তাঁক তুষ্ট করা দরকার। যেমন ভাবা তেমন কাজ। আগুনের কুণ্ডলীর মাঝে বসে শুরু হল যজ্ঞ। একটি-দুটি নয়, ২১টি আগুনের কুণ্ডলীর মাঝে বসে যজ্ঞ করলেন এক সাধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দাউ দাউ করে জ্বলছে আগুন। কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। আগুনের লেলিহান শিখা কখনও কখনও ৩ মিটার পর্যন্ত উচ্চতাও ছাড়িয়ে যাচ্ছে। তার মাঝেই ধ্যানমগ্ন হয়ে বসে আছেন বছর ৫৩-র ওই সাধু। ঘটনাটি উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার মাধবন গ্রামের।