নিজস্ব প্রতিবেদন: জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের (Zee Entertainment Enterprises Limited) দখল নিতে উদ্যত হয়েছে ইনভেসকো (Invesco)। এনিয়ে জিলের পাশে থাকার বার্তা দিল দেশের সাধু সমাজ, একাধিক ধর্মগুরু ও  সামাজিক সংগঠনগুলি। তারা অধিগ্রহণের চেষ্টার নিন্দা করেছে। একইসঙ্গে জাতি ও ধর্মের জন্য ডঃ সুভাষ চন্দ্রের অবদানের প্রশংসাও করেছে সাধু সমাজ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধু সমাজ স্পষ্ট করে দিয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ থাকুক সুভাষ চন্দ্র ও তাঁর পরিবারের হাতেই। গত দুই দশক ধরে তাঁদের বহু চ্যানেল চালানোর অভিজ্ঞতা রয়েছে। সরকার, নিয়ন্ত্রক সংস্থা যেমন এনসিএলটি এবং এনসিএলটি-র কাছে ধর্মীয় সংগঠনগুলির আবেদন, ইনভেসকো ও  মিডিয়া সংস্থা আলোচনায় বসে এব্যাপারে সমাধান বের করুক। সাধু সমাজকে ধন্যবাদ জানিয়ে ভিডিয়োবার্তা দিয়েছেন সুভাষ চন্দ্র। 



আরও পড়ুন, PM Modi: কিছু মানুষ মানবাধিকারের নামে দেশের ক্ষতি করছেন


সাধু সমাজ স্পষ্ট করে দিয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ থাকুক সুভাষ চন্দ্র ও তাঁর পরিবারের হাতেই। গত দুই দশক ধরে তাঁদের বহু চ্যানেল চালানোর অভিজ্ঞতা রয়েছে। সরকার, নিয়ন্ত্রক সংস্থা যেমন এনসিএলটি এবং এনসিএলটি-র কাছে ধর্মীয় সংগঠনগুলির আবেদন, ইনভেসকো ও  মিডিয়া সংস্থা আলোচনায় বসে এব্যাপারে সমাধান বের করুক। সাধু সমাজকে ধন্যবাদ জানিয়ে ভিডিয়োবার্তা দিয়েছেন সুভাষ চন্দ্র। 


সাধু সমাজ চিঠিতে আরও জানিয়েছে, কোটি কোটি দর্শকের ভরসা রয়েছে জি-র ব্যবস্থাপক মণ্ডলীর উপরে। সকলের স্বার্থেই তাদের কাজ চালিয়ে যাওয়া উচিত। এটা না হলে আদালতের কাছে তারা আবেদন করবে বলে বিবৃতিতে জানিয়েছে সাধু সমাজ। তাদের অভিযোগ, ইনভেসকো অস্বচ্ছতার সঙ্গে কাজ করছে। তারা সফল হলে কার হাতে ম্যানেজমেন্ট যাবে তা-ও স্পষ্ট করছে না। কয়েক দশক ধরে উচ্চ গুণমানের অনুষ্ঠান সম্প্রচারের জন্য সুভাষ চন্দ্রের প্রশংসাও করেছে সাধু সমাজ। তারা স্মরণ করিয়ে দিয়েছে, ধর্মীয় বিষয়ে 'জাগরণ' অনুষ্ঠান সম্প্রচারিত করত জি। তার পর এই ধরনের বিষয় নিয়ে অনুষ্ঠান করেছে বাকি চ্যানেলগুলি। ধর্মীয় সংগঠনগুলির কথায়,''গত ২৯ বছর ধরে বিবিধ জাতীয় ও সামাজিক ইস্যু দর্শকদের কাছে তুলে ধরেছে জি।''    


আরও পড়ুন- #DeshKaZee: ধাক্কা খেল Invesco, ZEEL-কে জবাব দেওয়ার সময় দেওয়া হোক,NCLT-কে বলল NCLAT


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)