জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘স্ট্যাচু অব ইউনিটি’র পাশে এক সাফারি পার্কে চিতাবাঘের হানায় মৃত্যু হয় এক কৃষ্ণসার হরিণের। চোখের সামনে সঙ্গীকে শিকার হতে দেখে আরও সাত হরিণ। এরপরই ঘটে অবিশ্বাস্য ঘটনা। আতঙ্কে মৃত্যু হল আরও সাত কৃষ্ণসার হরিণের। ধাক্কা সামলাতে না পেরেই এই মৃত্যু। রিপোর্ট বলছে, এরপর সেই ঘটনার আকস্মিকতায় ‘শক’-এর কারণেই এই ঘটনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, IED Blast in Chattisgarh: মাওবাদী হানা ছত্তীসগঢ়ে! বীজপুরে ভয়ংকর 'আইইডি' বিস্ফোরণ, মৃত ৯...


বন দফতর সূত্রে খবর, কাভাডিয়া জঙ্গল ডিভিশনের নিরাপত্তা বেষ্টনী দেওয়া পার্কের মধ্যেই ছিল তাদের গতিবিধি। বিশ্বের সবচেয়ে উঁচু বল্লবভাই প্যাটেলের মূর্তিটি রয়েছে শূলপানেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য লাগোয়া। ওই অরণ্যেই রয়েছে প্রচুর সংখ্যক চিতাবাঘ। ২-৩ বছর বয়স হবে ওই চিতাবাঘটির। হঠাৎই ১ জানুয়ারি ভোরের দিকে পার্কের পাঁচিল টপকে ভিতরে ঢোকে। একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করে। 


ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ঘটনা দেখে আতঙ্কেই মারা যায় বাকি সাত হরিণ। তাদের সমাধিস্থ করা হয়েছে। এই প্রথম সাফারি পার্কটির ভেতরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটল। পার্কে ৪০০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে নজরদারির জন্য। সেই ক্যামেরায় চিতাবাঘের গতিবিধি ধরা পড়তেই বনরক্ষীদের সতর্ক করা হয়। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। চিতাটিকে এনক্লোজার থেকে তাড়ানো গেলেও, সেটি সাফারি পার্ক থেকে বেরিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।


এই কেভাড়িয়ার আশপাশে থাকা জঙ্গলে ক্রমেই বাড়ছে লেপার্ডের সংখ্যা। ৪৮ ঘণ্টার জন্য পার্কটি বন্ধ করে দেওয়া হয়। ৩ জানুয়ারি অবশ্য পার্কটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। 



আরও পড়ুন, Chattisgarh Journalist Death: পাঁজর ভেঙে বের করা হয় হৃত্পিণ্ড, গুঁড়িয়ে দেওয়া হয় খুলির ১৫ হাড়, সাংবাদিকের ময়নাতদন্তে হাড়হিম তথ্য


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)