সাহারানপুর: আইজি মেরুট  ও ডিআইজি, সন্ত্রাসদমন শাখা জানাচ্ছেন, তাঁদের প্রাথমিক লক্ষ্য সাহারানপুরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা। ইন্সপেক্টর জেনারেল অলোক শর্মা সংবাদ সংস্থা এএনআই কে(ANI) জানিয়েছেন, ""গত রাত থেকে নতুনকরে কোনও হিংসার খবর পাওয়া যায়নি। কয়েকজন দুষ্কৃতি কটি দোকানের ওপর চড়াও হলে তাঁদের ধরে ফেলে পুলিস। ''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল দুপুর ৩টে -৪টের  পর থেকেই এলাকায় কারফিউ জারি হয়ে যায়। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন আই জি। কীভাবে হিংসা ছড়ালো। এর পেছনেইবা কারা দায়ী সেসব খতিয়ে দেখছে পুলিস। দ্রুত সাহারানপুর স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশ্বস্ত করছেন অলোক শর্মা।


সন্ত্রাসদমন শাখার(ATS) ডি আই জি দীপক রতন জানিয়েছেন, প্রশাসনের প্রধান লক্ষ্য এলাকায় শান্তি ফিরিয়ে আনা। তিনি বলেন, "" এখন পরিস্থিতি পুলিসের নিয়ন্ত্রণে রয়েছে। ১০০ শতাংস নিয়ন্ত্রণে রয়েছে। আমরা খেয়াল রাখছি ফের যাতে অশান্তি না ছড়ায়।'' সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য গুলি খতিয়ে দেখে দোষীদের চিহ্ণিত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।