ওয়েব ডেস্ক: কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুরের আদালতে আজ হাজিরা দেবেন সলমন খান, সোনালি বেন্দ্রে, নীলম এবং সেফ আলি খান। আজ তাঁদের  বয়ান রেকর্ড করা হবে। সকাল ১০টায় মামলার শুনানি হওয়ার কথা। গত পরশু এই চার বলিউড তারকাকেক হাজিরার নির্দেশ দেয় আদালত। তবে প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার কথা মাথায় রেখে সেই দিন পিছনোর আর্জি জানান সলমনরা। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন যোধপুরের কঙ্কনি গ্রামে দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফেব্রুয়ারির শেষেই উঠতে চলেছে টাকা তোলায় ঊর্ধ্বসীমা, ইঙ্গিত ব্যাঙ্কের


অভিযোগ, সে সময় তাঁর গাড়িতে ছিলেন সোনালি বেন্দ্রে, নীলম এবং সেফ আলি খান। তাঁরাই হরিণ শিকারে তাঁকে উত্সাহ দেয় বলে অভিযোগ। এ নিয়ে তিনটে মামলা হয়। গত সপ্তাহেই তথ্য প্রমাণের অভাবে অস্ত্র আইন সংক্রান্ত মামলায় বেকসুর খালাস পান সলমন খান।


আরও পড়ুন  ৬৮ তম প্রজাতন্ত্র দিবসে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শন