নিজস্ব প্রতিবেদন: কৃষ্ণসার হত্যা মামলায় সোমবার ‌যোধপুর জেলা সেশন কোর্টে হাজিরা দিলেন সলমন খান। সলমনের আইনজীবীর সওয়াল শুনে এদিন বিচারক আগামী ১৭ জুলাই পরবর্তি শুনানির দিন ঘোষণা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আফগানিস্থানে অপহৃত ৭ ভারতীয়


উল্লেখ্য, রবিবার রাতেই ‌যোধপুরে এসে পৌঁছান সলমন। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতে নিয়ে ‌যাওয়া হয়। প্রসঙ্গত, ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যা মামলায় তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ করেই তিনি আদালতে আপিল করেন। তারই শুনানিতে সোমবার ‌যোধপুর আদালতে হাজিরা দেন সলমন খান।



আরও পড়ুন-স্টেন্ট না পেয়ে যুবকের মৃত্যু, গ্রেফতার বাঙুর হাসপাতালের ঘুষখোর স্টোর কিপার


১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ের সময়ে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন। সেই মামলায় গত ৫ এপ্রিল তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেয় ‌যোধপুরের আদালত। ২ রাত ‌যোধপুর সেন্ট্রাল জেলে কাটানোর পর ৭ এপ্রিল তাঁকে জামিন দেয় ‌যোধপুর সেশন কোর্ট।



তাঁর বাইরে ‌যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সলমনের আবেদনের ভিত্তিতে শ্যুটিংয়ের জন্য আগামী ২৫ মে থেকে ১০ জুলাই প‌র্যন্ত তাঁকে মার্কিন ‌যুক্তরাষ্ট্র, কানাডা ও নেপালে শ্যুটিং করার অনুমতি দেয় আদালত।