Sampark Kranti Express: ছটফটিয়ে মারা গেলেন যুবক, দেহ নিয়ে ৬০০ কিমি ছুটল `বেপরোয়া` ট্রেন!
যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষকে বেশ কয়েকবার সতর্ক করলেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। ট্রেন উত্তরপ্রদেশের ঝাঁসিতে না পৌঁছানো পর্যন্ত মৃতদেহটি সেই জায়গা থেকে সরানো হয়নি। সেখানে এই মৃতদেহটিকে সরকারি রেলওয়ে পুলিস (জিআরপি) হেফাজতে নিয়েছিল এবং পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ানক ঘটনা তামিলনাড়ু সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে। মৃতদেহের সঙ্গেই যাত্রা করতে বাধ্য হলেন যাত্রীরা। জানা গিয়েছে ট্রেনের জেনারেল কোচের ভিতরে একজন ব্যক্তির মৃত্যু হয়। এরপরে ওই মৃতদেহের পাশেই প্রায় ৬০০ কিলোমিটার যাত্রা করতে বাধ্য হন বাকি যাত্রীরা। ট্রেনটি চেন্নাই থেকে হযরত নিজামুদ্দিন যাচ্ছিল।
আরও পড়ুন: BSF Jawan Killed: সাম্বায় পাক রেঞ্জারের নির্বিচার গুলি, শহিদ ১ বিএসএফ জওয়ান
যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষকে বেশ কয়েকবার সতর্ক করলেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। ট্রেন উত্তরপ্রদেশের ঝাঁসিতে না পৌঁছানো পর্যন্ত মৃতদেহটি সেই জায়গা থেকে সরানো হয়নি। সেখানে এই মৃতদেহটিকে সরকারি রেলওয়ে পুলিস (জিআরপি) হেফাজতে নিয়েছিল এবং পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছিল।
উত্তরপ্রদেশের বান্দা জেলার ৩৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম রামজিৎ যাদব। তিনি চেন্নাইয়ে কাজ করতেন।
তিনি অসুস্থ ছিলেন এবং তার শ্যালক গোবর্ধনের সঙ্গে বান্দায় ফিরছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Mahua Moitra: বিপাকে মহুয়া, ৫০০ পাতার রিপোর্টে সাংসদ পদ খারিজের প্রস্তাব এথিক্স কমিটির
রবিবার, ট্রেনটি নাগপুরে পৌঁছালে রামজিতের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয় এবং সেখাএই তাঁর মৃত্যু হয়। গোবর্ধন বলেন, তিনি সাহায্যের জন্য চেষ্টা করলেও ব্যর্থ হন।
যাত্রীরা এরপরে রামজিতের মৃতদেহের পাশেই বাকি পথ যাত্রা করতে বাধ্য হন। সকালে ট্রেনটি ভোপালে পৌঁছলে যাত্রীরা আবার রেল কর্তৃপক্ষকে জানান, কিন্তু কোনও লাভ হয়নি। ঝাঁসি পৌছালে সেখানেই মৃতদেহ সরানো হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)