জিএসটি মুক্ত স্যানিটারি ন্যাপকিন, কর কমল ১০০টি পণ্যের
২৭ জুলাই থেকে লাগু হতে চলেছে নতুন জিএসটি হার।
নিজস্ব প্রতিবেদন: নিত্যপ্রয়োজনীয় পণ্যে কমানো হল জিএসটি-র হার। জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন, ''স্যানিটারি ন্যাপকিনে জিএসটি হার ১২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে শূন্য।'' অর্থাত্ আর জিএসটি থেকে মুক্ত হল স্যানিটারি ন্যাপকিন। দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছিলেন দেশের মহিলারা। অবশেষে সেই দাবিপূরণ হল।
পীযূষ গোয়েল আরও বলেন, ''জিএসটি থেকে রাখিকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইথানথের উপরে করের হার কমানো হয়েছে ৫ শতাংশ। ক্ষুদ্র কুটিরশিল্পের দ্রব্যাদিকেও জিএসটির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল''।
জিএসটি-র হার কমেছে
জুতো
ছোট টিভি
হিটার
ইলেকট্রিক ইস্ত্রি
ইথানল
খাবার তৈরির মেশিন
রং
রেফ্রিজেরেটর
ওয়াশিং মেশিন
ভ্যাকুয়ম ক্লিনার
৬৮ সেমি পর্যন্ত
এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আলঙ্কারিক ফ্রেমবন্দি আয়না, হ্যান্ডমেড ল্যাম্প, রত্ন, কাঁচের শিল্প, আঁকার জন্য কাঠের বাক্স, অলঙ্কারের বাক্স, হাতব্যাগ ইত্যাদির উপরে জিএসটি কমিয়ে করা হল ১২ শতাংশ।
রং, রেফ্রিজেরেটর, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়ম ক্লিনার ও ৬৮ সেমি পর্যন্ত টিভির উপরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। ১০০০ টাকা পর্যন্ত জুতোর উপরে জিএসটি-র হার কমেছে ৫%।
অর্থমন্ত্রীর কথায়, ''২৭ জুলাই থেকে লাগু হতে চলেছে নতুন জিএসটি হার। ৯৩ শতাংশ করদাতা এর ফলে লাভবান হবেন।''
আরও পড়ুন- আলওয়ারে গরু পাচারকারী সন্দেহে গণপিটুনির ঘটনায় ধৃত ২, কড়া ব্যবস্থার নির্দেশ বসুন্ধরার