CJI Sanjeev Khanna: দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না...
CJI Sanjeev Khanna: গত ৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তারপর ২৪ অক্টোবর সেই প্রস্তাবে স্বীকৃতি দেই কেন্দ্র। অবশেষে তিনি আজ শপথ নিলেন। আগামী ৭ মাসের জন্য প্রধান বিচারপতির পদ সামলাবেন বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর অবসর গ্রহণের দিন ২০২৫-এর ১৩ মে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। যিনি একাধিক উল্লেখজনক রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সোমবার রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি চন্দ্রচূড়ের পর শপথ নিলেন সঞ্জীব খান্না। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং উপরাষ্ট্রপতির উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
আগামী ছ'মাস দেশের বিচারব্যবস্থার শীর্ষপদে থাকবেন তিনি । প্রধান বিচারপতির জন্য বরাদ্দ বাংলো ব্যবহার করবেন বলে জানিয়েছেন সঞ্জীব খান্না। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। গত ৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তারপর ২৪ অক্টোবর সেই প্রস্তাবে স্বীকৃতি দেই কেন্দ্র। অবশেষে তিনি আজ শপথ নিলেন। আগামী ৭ মাসের জন্য প্রধান বিচারপতির পদ সামলাবেন বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর অবসর গ্রহণের দিন ২০২৫-এর ১৩ মে।
কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট সহ একাধিক কোর্টে তিনি প্র্যাকটিস করেছেন। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এছাড়াও নির্বাচনী বন্ড, অরবিন্দ কেজরীওয়ালের জামিন-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চে থেকেছেন বিচারপতি খান্না।