আম্মার সমাধিতে চিন্নাম্মা এটা কী করলেন?
সুপ্রিম রায়েই সুপ্রিমো হওয়ার স্বপ্ন ভেঙেছে! তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী ভিকে শশীকলা আগামী ১০ বছর কোনও নির্বাচনেই প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না। দুর্নীতি শশীকলার বিরুদ্ধে ৪ বছর কারাদণ্ডের রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এছাড়াও সুপ্রিম কোর্টের পূর্বের রায় অনুযায়ী আরও ৬ বছর নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে পারবেন না তিনি। এর পরই স্বপ্নভঙ্গ হয় AIDMK `প্রধান` ভিকে শশীকলার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের শলীল সমাধি! এতদিনের নানান জল্পনা কল্পনার অবসান আট মিনিটেই। শপথ গ্রহনের বদলে হাজতবাস, কুর্সি তো মিলবেই না, উল্টে ৪ বছরের কারাদণ্ড, ২১ বছরের পুরানো দুর্নীতি মামলায় ভিকে শশীকলাকে আরও একবার দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে আদালত। নিন্ম আদালত দোষী ভিকে শশীকলাকে যা শাস্তি দিয়েছিল সেই একই সাজা বহাল রাখল ভারতের সর্বোচ্চ আদালত। এমনকি যত শীঘ্র সম্ভব শশীকলাকে আত্মসমর্পনের নির্দেশও দেয় আদালত। নির্দেশ মতই `রাজনৈতিক বনবাসের` দিকে অগ্রসর হয়েছেন শশীকলা। আর যাওয়ার আগে একবার ছুঁয়ে গেলেন আম্মার সমাধি। (`ধর্মের জয় হবে` রায় শুনে প্রতিক্রিয়া শশীকলার)
ওয়েব ডেস্ক: সুপ্রিম রায়েই সুপ্রিমো হওয়ার স্বপ্ন ভেঙেছে! তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী ভিকে শশীকলা আগামী ১০ বছর কোনও নির্বাচনেই প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না। দুর্নীতি শশীকলার বিরুদ্ধে ৪ বছর কারাদণ্ডের রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এছাড়াও সুপ্রিম কোর্টের পূর্বের রায় অনুযায়ী আরও ৬ বছর নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে পারবেন না তিনি। এর পরই স্বপ্নভঙ্গ হয় AIDMK 'প্রধান' ভিকে শশীকলার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের শলীল সমাধি! এতদিনের নানান জল্পনা কল্পনার অবসান আট মিনিটেই। শপথ গ্রহনের বদলে হাজতবাস, কুর্সি তো মিলবেই না, উল্টে ৪ বছরের কারাদণ্ড, ২১ বছরের পুরানো দুর্নীতি মামলায় ভিকে শশীকলাকে আরও একবার দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে আদালত। নিন্ম আদালত দোষী ভিকে শশীকলাকে যা শাস্তি দিয়েছিল সেই একই সাজা বহাল রাখল ভারতের সর্বোচ্চ আদালত। এমনকি যত শীঘ্র সম্ভব শশীকলাকে আত্মসমর্পনের নির্দেশও দেয় আদালত। নির্দেশ মতই 'রাজনৈতিক বনবাসের' দিকে অগ্রসর হয়েছেন শশীকলা। আর যাওয়ার আগে একবার ছুঁয়ে গেলেন আম্মার সমাধি। ("ধর্মের জয় হবে" রায় শুনে প্রতিক্রিয়া শশীকলার)
নিজের হাতেই তো 'বন্ধু' জয়ললিতাকে সমাধিস্থ করেছিলেন, আর যেদিন কারাবাসে যাচ্ছেন মেরিনা সৈকতে সেই সমাধিস্থলেই নিজেকে ছুঁইয়ে গেলেন চিন্নাম্মা।