ওয়েব ডেস্ক: আধার নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। এ বার প্যান কার্ড পেতে আধার নম্বর বাধ্যতামূলক করা নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। আজ অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি যুক্তি দেন, ভুয়ো নথি দিয়ে প্যান কার্ড তৈরি হচ্ছে। বহু ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকছে। সেগুলো দিয়ে ভুয়ো কোম্পানির মাধ্যমে টাকা সরিয়ে কর ফাঁকি দেওয়া হচ্ছে। আধার বাধ্যতামূলক করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে কিনা তা অ্যাটর্নি জেনারেলের কাছে পাল্টা জানতে চান বিচারপতিরা।



এ বার বাজেটে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্র। কর ফাঁকি আটকাতে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার কথা বলা হয়েছে। কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। পঁচিশে এপ্রিল পরবর্তী শুনানি। (আরও পড়ুন- জেনে নিন কীভাবে EPF-র সঙ্গে আপনার আধার নম্বর লিঙ্ক করবেন)