নিজস্ব প্রতিবেদন: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার সুপ্রিম কোর্ট চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, সিবিআইয়ের গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা। একই সঙ্গে তাঁকে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন সুপ্রিমকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছেন, গ্রেফতারির পর আগাম জামিনের শুনানি অর্থহীন। চিদম্বরমের আগাম জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী জানান, গ্রেফতারির পর আগাম জামিনের আবেদন অর্থহীন। সিবিআইয়ের আইনজীবীর সওয়ালকে সমর্থন করে বিচারপতি ভানুমতী বলেন, 'গ্রেফতারির পর আর আগাম জামিনের আবেদনের কোনও অর্থ থাকে না। এব্যাপারে পুরনো রায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আদালত।' জবাবে চিদম্বরমের আইনজীবী কপিল সিবাল বলেন, 'আগাম জামিনের দ্রুত শুনানি করানোর চেষ্টার মধ্যেই আমার মক্কেলকে গ্রেফতার করেছে সিবিআই।'


আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গত বুধবার রাতে নাটকীয়ভাবে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। দিল্লিতে তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢুকে প্রাক্তন অর্থমন্ত্রীকে কবজা করে সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের দাবি, আইএনএক্স মিডিয়াকে বিদেশ থেকে নিয়মবহির্ভূত ভাবে লগ্নি আনার ছাড়পত্রের বিনিময়ে মোটা টাকা ছেলের ব্যাবসায় ঢুকিয়েছেন চিদম্বরম।