নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত মামলায় জয়ের দিনই সুপ্রিম কোর্টে বিজেপি কর্মী খুনে দায়ের মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে ৩ বিজেপি কর্মীর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল সর্বোচ্চ আদালত। বিচারপতি একে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েত নির্বাচনের পর পুরুলিয়ায় পর পর ৩ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটে। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে দলের ভরাডুবি হওয়ায় তাদের একের পর এক কর্মীকে খুন করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চাইছে তৃণমূল। অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। 


বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও শক্তিপদ সরকার হত্যা মামলায় পুলিসি তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলার শুনানিতে শুক্রবার বিজেপির আইনজীবী গৌরব ভাটিয়ার সওয়ালের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতিদ্বয়। এই সঙ্গে ওই মামলায় নিহতদের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। 


পঞ্চায়েত রায়: লোকসভা নির্বাচনে আসল রায় দেবে মানুষ, বললেন রাহুল সিন্হা


এদিন আদালতে বিজেপির আইনজীবী গৌরব ভাটিয়া বলেন, তিন বিজেপি কর্মী খুনের তদন্তে কোনও তত্পরতা দেখায়নি পুলিস। এমনকী এফআইআরও দায়ের করা হয়নি। উলটো মুখ বন্ধ রাখার জন্য নিহতদের পরিজনদের ধমকনো হচ্ছে। 


বিজেপির দাবি, তিনটি খুনের মামলায় অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত। সঙ্গে নিহতদের পরিবারপিছু ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।