নিজস্ব প্রতিবেদন: সাত সকালে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল অন্ধ্র প্রদেশের একটি স্কুল বাস। ওই বাসটিতে চালক-সহ ৫০ জন পড়ুয়া ছিল। আহতদের ভর্তি করা হয়েছে নিকর্টবর্তী হাসপাতালে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কর্ণাটকে জোট-সঙ্কট, কংগ্রেস বাড়াবাড়ি করছে অভিযোগ তুলে ইস্তফার হুমকি কুমারস্বামীর


গুনটুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে ক্রিসনভেনি ট্যালেন্ট স্কুলের ওই বাসটি। খবর পেয়ে উদ্ধারকাজে দ্রুত হাত লাগায় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পড়ুয়াদের স্কুল বই, টিফিন। কীভাবে বাসটি দুর্ঘটনার মুখে পড়ল খতিয়ে দেখা হচ্ছে। পুলিসের প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় মদ্যপান করেছিলেন চালক।