ওয়েব ডেস্ক : এবার থেকে স্কুলে গিয়ে আর ‘ইয়েস স্যার’ বলতে পারবে না পড়ুয়ারা। বলতে হবে ‘জয় হিন্দ’। আগামী ১ অক্টোবর থেকেই প্রতিটি স্কুলে ওই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, মধ্যপ্রদেশের সাতনার প্রতিটি স্কুলে এবার থেকে ‘ইয়েস স্যার’-এর পরিবর্তে ‘জয় হিন্দ’ বলতে হবে বলে নির্দেশ দিয়েছেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর ওই সিদ্ধান্তে রীতিমত চাঞ্চল্য শুরু হয়েছে। প্রসঙ্গত এর আগেও একবার কুনওয়ার বিজয় শাহকে নিয়ে আরও একবার জল্পনা শুরু হয়। ওই সময় শাহ বলেন, খান্ডওয়ায় যে বা যাঁরা তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইবেন, তাঁদের ১০ টাকা করে দিতে হবে।


এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যের প্রতিটি স্কুলের পড়ুয়াদের যোগা করাতে হবে। প্রতিদিনের পড়াশোনার মধ্যেই যোগ ব্যায়াম অন্যতম অংশ বলেও জানিয়েছেন তিনি। হরিয়ানা, রাজস্থান এবং ছত্তিশগড়ের প্রতিটি স্কুলে ইতিমধ্যেই পড়াশোনার সঙ্গে শুরু হয়েছে যোগাভ্যাস। এর আগে রাজস্থানের প্রতিটি স্কুলে সূর্য নমস্কারকে জরুরি বলে ঘোষণা করা হয়।