ওয়েব ডেস্ক: স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ করল অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য অস্ট্রেলিয়ান। জলের নীচে থাকা অবস্থায় কোনও ডুবোজাহাজ শব্দতরঙ্গ পাঠিয়ে সামনে থাকা বস্তুকে সনাক্ত করে। স্করপিনের এই সোনার ইন্টারসেপশন ব্যবস্থা সংক্রান্ত নথি এ বার ফাঁস হয়েছে। ফাঁস হয়েছে ডুবোজাহাজের কার্যপ্রণালী সংক্রান্ত আরও কিছু নথি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


এর আগে প্রথম দফায় অস্ট্রেলিয়ান সংবাদপত্রটি স্করপিনের যুদ্ধ কৌশল সংক্রান্ত বাইশ হাজার পাতার নথি আপলোড করে। ইতিমধ্যেই এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফরাসি সংস্থা DCNS-এর তত্ত্বাবধানে মুম্বইয়ের মাজগাঁও ডকে ছটি স্করপিন তৈরির কাজ চলছে। ফরাসি সরকারকেও এ বিষয়ে তদন্ত শুরুর অনুরোধ জানিয়েছে দিল্লি।


আরও পড়ুন  আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান