গঙ্গা-যমুনার মানবী সত্তায় সুপ্রিম স্থগিতাদেশ
`মা গঙ্গা হাজির হোন...` কিছুদিন আগেই আদালত কক্ষে এমন ডাক শোনা গিয়েছিল। ডাকা হচ্ছিল গঙ্গা নদীকে। সমগ্র বিষয়টির মূলে ছিল উত্তরাখণ্ড হাইকোর্টের একটি রায়। সেই রায়ের বলেই গঙ্গা এবং যমুনা, ভারতের এই দুই নদী মানবীর মর্যদা পেয়েছিল। মহামান্য আদালত বলেছিল, এবার থেকে এই দুই নদী সংবিধানের সবরকম মোলিক অধিকার ভোগ করতে পারবে এবং পালন করতে হবে মৌলিক কর্তব্যও। তাই বিশেষ প্রয়োজনে আদালতে উপস্থিত হওয়ার দরকার পড়েছিল। কিন্তু উত্তরাখণ্ড হাইকোর্টের সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যাণ্ডের হোয়াঙ্গানুই নদী বিশ্বে প্রথম এমন স্বীকৃতি পেয়েছিল।
ওয়েব ডেস্ক: 'মা গঙ্গা হাজির হোন...' কিছুদিন আগেই আদালত কক্ষে এমন ডাক শোনা গিয়েছিল। ডাকা হচ্ছিল গঙ্গা নদীকে। সমগ্র বিষয়টির মূলে ছিল উত্তরাখণ্ড হাইকোর্টের একটি রায়। সেই রায়ের বলেই গঙ্গা এবং যমুনা, ভারতের এই দুই নদী মানবীর মর্যদা পেয়েছিল। মহামান্য আদালত বলেছিল, এবার থেকে এই দুই নদী সংবিধানের সবরকম মোলিক অধিকার ভোগ করতে পারবে এবং পালন করতে হবে মৌলিক কর্তব্যও। তাই বিশেষ প্রয়োজনে আদালতে উপস্থিত হওয়ার দরকার পড়েছিল। কিন্তু উত্তরাখণ্ড হাইকোর্টের সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যাণ্ডের হোয়াঙ্গানুই নদী বিশ্বে প্রথম এমন স্বীকৃতি পেয়েছিল।
আরও পড়ুন- ব্যান হল সেলফি স্টিক!