ওয়েব ডেস্ক : বাদল অধিবেশনের দ্বিতীয় দিনও ফুটছে সংসদ। বিরোধী বিক্ষোভে দফায় দফায় মুলতুবি লোকসভা। কংগ্রেস, তৃণমূল, বাম, RJD, NCP সাংসদদের একযোগে ওয়াকআউট। কৃষকদের দুরবস্থা ও আত্মহত্যা নিয়ে এখনই আলোচনা করতে হবে। জিরো আওয়ারে দাবি জানায় কংগ্রেস। কিন্তু স্পিকার সুমিত্রা মহাজন জানান, আলোচ্য তালিকায় ১৯৩ নম্বরে রয়েছে এই প্রসঙ্গ। সেই সূচি মেনেই আলোচনা হবে। সেই সঙ্গে বিরোধীদের মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বিরোধীদের বলেন, সরকার কৃষকদের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সেকথায় চিঁড়ে ভেজেনি। প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধীরা।


আরও পড়ুন- ১০ বছরের শিশুর গর্ভপাতের আর্জি খারিজ আদালতে!