দিল্লির রাস্তায় ফের জোড়-বিজোড় ফর্মুলা, ছাড় কোথায় কীসে?
রাজধানীর বাতাসে দূষণ নিয়ন্ত্রণে আজ ফের রাস্তায় জোড়-বিজোড় ফর্মুলা। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দ্বিতীয় দফায় এই পরিকল্পনা সফল হলে এবার নিয়মিত ভিত্তিতে চালু হবে এই ফর্মুলা। তবে, এই স্কিমের আওতা থেকে ছাড় মিলছে কিছু কিছু ক্ষেত্রে।
ওয়েব ডেস্ক : রাজধানীর বাতাসে দূষণ নিয়ন্ত্রণে আজ ফের রাস্তায় জোড়-বিজোড় ফর্মুলা। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দ্বিতীয় দফায় এই পরিকল্পনা সফল হলে এবার নিয়মিত ভিত্তিতে চালু হবে এই ফর্মুলা। তবে, এই স্কিমের আওতা থেকে ছাড় মিলছে কিছু কিছু ক্ষেত্রে।
স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাদের নিয়ে কোনও গাড়ি এই স্কিমের আওতায় পড়বে না।
স্কুল বাচ্চাদের সুবিধার জন্য রয়েছে “পুছো কারপুল” অ্যাপ।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরামর্শ দিয়েছেন, বাচ্চাকে স্কুল থেকে আনতে দরকারে পড়শির গাড়ি ব্যবহার করুন।
ছাড় মিলেছে গ্যাসের গাড়ি, দু’চাকার গাড়ি, মহিলা মোটরবাইক চালক ও VIP ব্যক্তিদের ক্ষেত্রে।
জোড়-বিজোড়ের আওতায় আসবে না রবিবারগুলি।
এই কদিন দিল্লিতে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবার সংখ্যা। দিনে মোট ৩২৪৮ বার চলাচল করবে মেট্রো। বাড়ানোর হচ্ছে কোচের সংখ্যাও। অতিরিক্ত ৩০টি কোচ যুক্ত করা হচ্ছে।
প্রথম দফায় দূষণ মোকাবিলায় সেভাবে সাড়া না মিললেও রাস্তায় যানজট কমেছিল অনেকটাই।