নিজস্ব প্রতিবেদন: সকালেই মোট তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আর এবার লাগাতার এনকাউন্টারে আরও বড় সাফল্য ভারতীয় সেনার। ৭২ ঘণ্টার ব্যবধানে মোট ১২ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানালেন জম্মু কাশ্মীরের ডিজিপি (Director General of Police) দিলবাগ সিং। মৃত জঙ্গিদের মধ্যে ৩ জন আল-বাদর, ২ জন লস্কর-ই-তইবা ও ৭ জন আনসার-গাজবাতুল হিন্দ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লাগাতার এনকাউন্টার, সোপিয়ানে খতম ৩ জঙ্গি, আহত ২ জওয়ান


শুক্রবার অনন্তনাগ জেলার বিজবেহেরায় লস্কর-ই-তইবা গোষ্ঠীর নিহত ঐ জঙ্গিদের গুলিতেই শহিদ হন এক সেনা। শনিবার গভীর রাত থেকে সোপিয়ান ও অনন্তনাগে লাগাতার এনকাউন্টার শুরু করে ভারতীয় সেনা। সকাল অবধি মোট ৩ জন জঙ্গির মৃত্যুর খবর মেলে। বেলা বাড়ার সাথে খবর পাওয়া যায় মোট ১২ জন জঙ্গি নিধন করা হয়েছে। সেনা অভিযান এখনও জারি রয়েছে বলে খবর।


আরও পড়ুন: টানা লকডাউনের কথাই কি ভাবছে মহারাষ্ট্র?


কাশ্মীরের ইন্সপেক্টর  জেনারেল অফ্ পুলিস বিজয় কুমারের সংবাদসংস্থাকে দেওয়া তথ্য অনুযায়ী যে জঙ্গিদের নিকেশ করা হয়েছে, তাদের মধ্যে দুজন টেরিটোরিয়াল আর্মির জওয়ান মহম্মদ সালেম আকুনকে হত্যার দায়ে অভিযুক্ত। শনিবার সালেমকে তাঁর বাড়ির সামনেই খুন করে জঙ্গিরা। বিজবেহেরা ছাড়াও ত্রাল, সোপিয়ান ও হারিপোরা এলাকায় অভিযান চালায় সেনা।