লাগাতার এনকাউন্টার, সোপিয়ানে খতম ৩ জঙ্গি, আহত ২ জওয়ান

ঘটনাস্থল থেকে একটি AK-47 বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করেছে সেনা

Updated By: Apr 11, 2021, 11:29 AM IST
লাগাতার এনকাউন্টার, সোপিয়ানে  খতম ৩ জঙ্গি, আহত ২ জওয়ান

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Sopian) সেনা অভিযানে রাতভর গুলির লড়াইয়ে ২ জঙ্গির (Terrorists) মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকেই অনন্তনাগ ও সোপিয়ান জেলায় সেনাবাহিনীর (CRPF) দুই দল লাগাতার এনকাউন্টার অভিযানে নামে। শনিবার রাতেই মৃত্যু হয় এক জঙ্গির। এই নিয়ে মোট ৩ জঙ্গির মৃত্যু হল। ঘটনাস্থল থেকে একটি AK-47 বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করেছে সেনা। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

আরও পড়ুন: Google Maps দেখে অন্য কোনের বাড়িতে পৌঁছে গেল বরযাত্রী! ভাইরাল ভিডিয়ো

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার হাদিপোরা এলাকায় প্রথম এনকাউন্টারটি শুরু হয় বলে জানায় পুলিস। দ্বিতীয় এনকাউন্টার শুরু হয় অনন্তনাগ জেলার সেমঠান বিজবেহারা এলাকায়। ঐ এলাকাগুলিতে কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলে পুলিসের কাছে খবর ছিল। নিশ্চিত হতেই বাবা মহল্লা এলাকায় অভিযান চালায় পুলিস। কাশ্মীরে বড়সড় সাফল্য সেনারয এই নিয়ে মোট ৩ জঙ্গির মৃত্যু হল। এর আগে শুক্রবারই সেনাবাহিনী সোপিয়ান জেলার একটি মসজিদে লুকিয়ে থাকা ৫ জন জঙ্গিকে নিকেশ করে৷ বৃহস্পতিবার শোপিয়ানের জম্মোহল্লা এলাকায় এক এনকাউন্টার চলাকালীন ৩ জঙ্গি নিহত হয়।

.