ওয়েব ডেস্ক: তিন দিন আগেই রাজস্থানের দৈনিক পত্রিকা থেকে টেলিভিশন চ্যানেল, শিরোনামে এসেছিল এক নারকীয় ধর্ষণকাণ্ড। নিজের স্বামীর কাছেই ধর্ষিতা স্ত্রী। শুধু স্বামীই নয়, পণ নিয়ে না আসায় স্বামীর ভাইও নির্যাতন চালিয়েছিল ওই মহিলার ওপর। দীর্ঘদিন অত্যাচার সহ্য করলেও শেষ অবধি প্রতিবাদ করেন ওই মহিলা। পুলিসের কাছে দায়ের করা হয় অভিযোগ, গ্রেফতার হন স্বামী ও তাঁর ভাই। এই ঘটনা ৭২ ঘণ্টা পরে আবারও খবরের শিরোনামে। তবে, এইবার যে কারণে ঘটনাটি সামনে এসেছে তা বিবেকহীনতার পরিচয়। ধর্ষিতা মহিলার সঙ্গে সেলফি তুলে হোয়াটস অ্যাপের চ্যাটে পোস্ট, সঙ্গে সঙ্গেই দাবানলের মত ছড়িয়ে পরে সেই ছবি, আর যাঁরা এই বিবেকহীনতা ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তারা রাজস্থানের মহিলা কমিশনের দুই সদস্যা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনার প্রতিবাদ করনে সমাজকর্মীরা। টুইটরা থেকে ফেসবুক-সোশ্যাল মিডিয়াতে শুরু হয় নিন্দার ঝড়।