নিজস্ব প্রতিবেদন: প্রথমবার ৩৫ হাজারের ঘর পেরোল বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স। সর্বকালীন রেকর্ড গড়ল নিফটি। ১০,৮০৩ অঙ্কে উঠে নয়া রেকর্ড স্পর্শ করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক।  
 
বুধবার বাজার খোলার পর কিছুক্ষণ তেমন সাড়া না দিলেও দিন বাড়তে চড়তে থাকে সূচক। বেলা ২.৪০ মিনিট নাগাদ তা ২৩১.৭৩ পয়েন্ট উঠে পৌঁছয় ৩৫,০০২.৭৮-তে। সর্বকালীন রেকর্ড গড়ে সেনসেক্স। দিনের শেষে ৩১০ অঙ্ক বেড়ে বিকিকিনি বন্ধ হয় ৩৫০৮১.৮২-তে। তার আগে গত ১৫ জানুয়ারি ৩৪,৯৬৩.৬৯ অঙ্কে পৌঁছয় সূচক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৬ ডিসেম্বর ৩৪ হাজারের ঘর পার করেছিল সেনসেক্স। ৩৫ হাজারের ঘর ছুঁতে সময় লাগল মাত্র ১৭ কর্মদিবস। নিফটি ১০,৮০০-র ঘর ছাড়ালেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। এদিন বাজার বন্ধের সময় নিফটি ছিল ১০,৭৮৮.৫৫-এ। 


আরও পড়ুন- লোয়ার বার্থে বাড়তি ভাড়া, নতুন নিয়ম চালু করতে পারে রেল


ব্যাঙ্কিং, স্বাস্থ্য পরিষেবা ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শেয়ারগুলির এদিন বাজারকে টেনেছে। শেয়ার বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারের অভিমুখ আপাতত তেজি। তবে বাজেটের উপর অনেক কিছু নির্ভর করছে।