ওয়েব ডেস্ক: গত সপ্তাহের খরার পর ঘুরে দাঁড়াচ্ছে বাজার। সোমবারের পর বুধবারও উত্থান। মাঝে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে বাজার বন্ধ ছিল। এদিন শুরুতে ১০০ পয়েন্টের মতো উঠেই নীচে নেমে ‌‌যায় সেনসেক্স। সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। তলানি থেকে শেয়ার কিনছেন বিনিয়োগকারীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিনের শেষে ৩২১ পয়েন্ট উঠে সেনসেক্স বন্ধ হয়েছে ৩১,৭৭০.৮৯ অঙ্কে। অন্যদিকে নিফটি ১০৩.১৫ অঙ্ক উঠে ৯,৮৯৭.৩০ পয়েন্টে থিতু হয়েছে।আন্তর্জাতিক বাজারও এদিন সবুজেই শুরু করেছে। মার্কিন ‌যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার ঝামেলা কিছুটা শান্ত হয়েছে। তাতে ভরসা পেয়েছেন বিনি‌য়োগকারীরা।


পাঁচদিন টানা পড়ার পর এদিন ব্যাঙ্কিং শেয়ারগুলি উপরে উঠেছে। এর সঙ্গে এফএমসিজি, মেটাল, ফার্মা ও অটো স্টকগুলি ভাল পারফর্ম করেছে। সবমিলিয়ে ফের উপরে ওঠার সঙ্কেত দিচ্ছে শেয়ার বাজার। 


আরও পড়ুন,ভুয়ো সংস্থার শেয়ার কিনে মাথায় হাত প্রায় ৩৬ লক্ষ বিনিয়োগকারীর