সার্জিক্যাল স্ট্রাইক ২ : নিখুঁত ছকে এক স্ট্রাইকেই নিকেশ ৩০০ জঙ্গি!
এই এয়ার স্ট্রাইকে লেজার গাইডেড বম্ব ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পর থেকেই গর্জে উঠেছিল গোটা দেশ। প্রত্যাঘ্যাতের আওয়াজ ওঠে দেশ জুড়ে। পুলওয়ামার ঘটনার ঠিক ১২ দিন পর এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার। সূত্রের খবর, এই নিঁখুত ছকেই নিকেশ প্রায় ৩০০ জঙ্গি। এক হামলাতেই বাজিমাত্ করল ভারতীয় বায়ু সেনাবাহিনী। এই এয়ার স্ট্রাইকে লেজার গাইডেড বম্ব ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে।
বায়ুসেনা সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান। ভোর সওয়া তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজফফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরগুলি। ২১ মিনিটের নিখুত অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা।
আরও পড়ুন - সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানের উপর প্রত্যাঘাতের পরই মন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদী